বাটন-পোর্টবিহীন অপো ফোন

১৬ ডিসেম্বর, ২০১৯ ২৩:৪৫  
মেইজু জিরো ফোনের কথা মনে আছেন? এই বছরের প্রথম দিকে বাটনবিহীন, পোর্টবিহীন ফোনটি উন্মোচন করা হয়। ফোনটিতে চার্জ দেয়ার জন্য একটি ১৮ ওয়াটের ওয়্যারলেস চার্জার আলাদাভাবে আনা হয় এবং ফোনের পাশে ভার্চুয়াল বাটনের মাধ্যমে মূল বাটনের কাজ করা হয়। যদিও জিরো ফোনটি ছিলো একটি ধারনা, তবে মেইজু ক্রাউডফান্ডের মাধ্যমে এক লাখ ডলার ফান্ড রেইজ করার উদ্যোগ নেয়। তবে ৪৫ হাজার ডলার তোলার পর প্রকল্পটি স্থগিত হয়ে যায়। এবার অপো তেমনই একটি প্রোটোটাইপ হ্যান্ডসেট উন্মোচন করেছে। জিরো ফোনের মতোই এতেও কোনে স্পিকার, বাটন ও পোর্ট নেই। তবে বেজেল পাতলা রাখার জন্য এতে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। আর সেটি হলো এর আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা। ফোনটিতে পপ-আপ ওয়েজ ব্যবহার করা হয়েছে। রয়েছে আন্ডার-ডিসপ্লে স্পিকার। ফোনটির ডানপাশে একটি পাওয়ার বাটন রয়েছে, তবে ভলিউম কমাতে বাড়াতে টাচ-সেনসিটিভ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে উপরে কিংবা নিচের দিকে আঙ্গুল নিলেই ভলিউম বাড়বে বা কমবে। প্রোটোটাইপটিতে সন্নিবেশিত করা হয়েছে একটি ইসিম, যা ফোনের মাদারবোর্ডের সাথে যুক্ত করা হয়েছে। এই ফোনটি বাজারে আনার পরিকল্পনা না থাকলেও এর কিছু ফিচার নিয়ে আগামী কয়েক বছরের মধ্যে নতুন ফোন বাজারে আনতে দেখা যাবে। ডিবিটেক/বিএমটি